নিউজ ডেষ্ক- রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। বিশ্বকাপ জয়ের মিশনে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ জি গ্রুপের আরেক দল সার্বিয়া। হেক্সা জয়ের মিশনে কাতারে পা রেখেছে দলটি। এদিন চার ফরোয়ার্ড নিয়ে নামছে ব্রাজিল।
ডান উইঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র ও বাঁ প্রান্ত দিয়ে রাফিনিয়া প্রতিপক্ষের ওপর আক্রমণ শানাবেন। সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় থাকবেন রিচার্লিসন। তাঁর পেছনে নেইমার। এবার নেইমারকে একটু পেছনে খেলানো হচ্ছে। যেন তাঁর ওপর চাপ কম পড়ে।
মাঝমাঠে ক্যাসেমিরোর পাশে কে খেলবেন, সেটা নিয়ে ছিল সবার জিজ্ঞাসা। জানা গেছে, কোচ তাঁর পছন্দের লুকাস পাকেতাকেই শুরুর একাদশে নামাচ্ছেন। তরুণ প্রতিভা ব্রুনো গুইমারেস ও ফ্রেড বেঞ্চে থাকবেন। গত সেপ্টেম্বরে ঘানার বিপক্ষে ৩-০ গোলে জেতা এ ম্যাচে এই ফরমেশনে দল সাজিয়েছিলেন তিতে। তখন অবশ্য রক্ষণভাগে এদার মিলিতাও ও অ্যালেক্স তেলেস নেমেছিলেন।
আজ রক্ষণে পরিবর্তন আসছে। দুই সেন্টারব্যাক হলেন মার্কুইনহোস ও থিয়াগো সিলভা। এর মধ্যে ৩৮ বছর বয়সী সিলভা এবারের আসরে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন। রাইটব্যাক হিসেবে দানিলো ও লেফটে অ্যালেক্স সান্দ্রোর খেলাও নিশ্চিত। এক বছর ধরে এই ফরমেশনেই খেলছে ব্রাজিল। তবে এ সময়ের মধ্যে খেলা ১৫ ম্যাচের অধিকাংশেই শুরুর একাদশে ছিলেন ফ্রেড। গত দুই ম্যাচে নামানো হচ্ছে পাকেতাকে।
এবারের আসরে হট ফেবোরিট ব্রাজিল। রয়েছেন ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান শীর্ষে। দলে তারকা ফুটবলারদের ছড়াছড়ি। তবে, চলতি বিশ্বকাপে একের পর এক অঘটন মাথায় রাখতে হচ্ছে ব্রাজিলকেও। অন্যদিকে লক্ষ্যটা হেক্সা জয় হওয়ায় কোনো ভুল করতে চায় না ব্রাজিল। প্রতিপক্ষ দুর্বল হলেও সর্তক ব্রাজিল।