খেলা হবে না তো মাঠে না থাকলে: ইসি আনিছুর

বাংলাদেশ breaking subled

নিউজ ডেষ্ক- আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে আনা বর্তমান নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, সব দলকে ভোটে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। সফল হবো কিনা জানি না, শেষ দিন পর্যন্ত আমাদের এই চেষ্টা থাকবে। তিনি আরও বলেন, মাঠে থাকতে হবে। মাঠে না থাকলে তো খেলা হবে না। মাঠে না এসে তো কেউ বলতে পারবে না পরিবেশ নেই।

আজ রবিবার ১৩ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আপনারাও তো এক দলের রেফারি হতে চান না– এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, অবশ্যই না। সেরকম কাজ করবো না। এটা পরিষ্কার আগেও বলেছি, এখনও বলছি। আমরা আমাদের পরিবেশ-পরিস্থিতি সৃষ্টির যে কাজ সেটা করবো। আমাদের আশা থাকবে সব দলের রেফারি হিসেবে থাকবো। সব পক্ষ নিয়েই ভোটের মাঠে থাকবো।

এদিকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার বিষয়টিকে চ্যালেঞ্জ উল্লেখ করে আনিছুর রহমান বলেন, আমরা ওই দিকেই নজর দেবো। কীভাবে ওটা করা যায় সে বিষয়ে গুরুত্ব দেবো বেশি। এটা যদি সবাই না পায় তাহলে তো ভোটের পরিবেশ থাকবে না। শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা থাকবে।

এ সময় আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, বিএনপি নির্বাচনে আসবে না, এমনটা মনে করছি না। সব দল নির্বাচনে আসার মতো পরিস্থিতি না হলে কী করবেন– এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, কী করবো সেটা যখন সময় আসবে তখন দেখা যাবে।

তিনি বলেন, একসময় তো ভোটের দায়িত্ব কেউ নিতে চাইতো না। এখন কিন্তু এমন পরিস্থিতি নেই। আমাদের সময় এমন হয়েছে। একটা সময় ছিল ৮০’র দশকে ভোটের দায়িত্বে কেউ আসতে চাইতেন না। এখন নিয়মের মধ্যে এসেছে। দু-একজন তো এদিক-সেদিক হবেই। তবে আশা করি সবাই নিষ্ঠার সঙ্গেই দায়িত্ব পালন করবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *