আমরা না, ভারত বিশ্বকাপ জিততে এসেছে: সাকিব

খেলা breaking subled

নিউজ ডেষ্ক- চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারত। শিরোপা লড়াইয়ের জন্যই অস্ট্রেলিয়া গিয়েছে তারা। অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপের আগে ধুঁকেছে অনেকদিন। বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও পুরোপুরি সন্তোষজনক ছিল না পারফরম্যান্স।

আগামীকাল বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপে দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ হওয়ার কথা এটিই। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য মনে করিয়ে দিয়েছেন বাস্তবতা। তিনি বলছেন, ভারত বিশ্বকাপ জিততে এসেছে, তারা ওই লক্ষ্যে যাননি।

এ সময় সাকিব বলেছেন, ‘ভারত ফেভারিট দল, তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট না, বিশ্বকাপ জিততেও আসিনি। আপনি পরিস্থিতি বুঝতে পারছেন। আমরা এটা ভালোভাবেই জানি, যদি ভারতকে হারাই সেটা হবে আপসেট; আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলে সেটাই করতে চাই।’

এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক লড়াইগুলো হয় বেশ রোমাঞ্চকর। কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও জিততে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়াতেই ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচে ছড়িয়েছিল বেশ রোমাঞ্চ।

এ সময় ভারতের সঙ্গে বিশ্বকাপ ম্যাচ নিয়ে সাকিব বলেছেন, ‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই দর্শকদের জন্য ভালো হবে। শেষ ম্যাচটা দর্শকদের জন্য ভালো ম্যাচ ছিল। আশা করি ওরকমই একটা ম্যাচ যেন উপহার দিতে পারি।’

এদিকে ভারত ম্যাচ বিশেষ কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *