হিলিতে ৩০ টাকা কেজি কাঁচা মরিচ

breaking খাবার

নিউজ ডেষ্ক- বাজারে সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কমেছে। ২ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে দাম কমে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে কাঁচামরিচের দাম কমায় খুশি সাধারণ ভোক্তারা।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা সামালা মিয়া বলেন, বাজারে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি জিনিসের দাম বাড়তির দিকে। এতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সেই সঙ্গে নতুন করে বৃষ্টির অজুহাতে দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম তিন গুণ বেড়ে ৬০ টাকায় গিয়ে দাঁড়ায়। বর্তমানে কাঁচা মরিচের দাম কমে ৩০ টাকায় বিক্রি হওয়ায় স্বস্তি ফিরেছে।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। বাজারে ক্রেতাদের চাহিদা মিটছে দেশীয় কাঁচা মরিচ দিয়ে। তবে গত কয়েক দিন ধরে বৈরি আবহাওয়া ও বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা যেমন ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলতে পারেননি, তেমনি উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমায় দাম বেড়ে গিয়েছিল। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলছেন। এতে মোকামগুলোতে সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, দেশের বাজারে চাহিদা থাকায় বন্দর দিয়ে আগে ৫ থেকে ১০ থেকে ট্রাক করে কাঁচা মরিচ আমদানি হতো। কিন্তু গত ২৫ আগস্টের পর থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *