সেভেরোদোনেৎস্ককে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে রুশ বাহিনী

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্ককে চারদিক থেকে রুশ বাহিনী ঘিরে ফেলেছে বলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই দাবি করেছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। লিখেছেন,সেভেরোদোনেৎস্ক দখলের রুশ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আবাসিক এলাকায় গোলাগুলি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শহরের কাছের লিসিচানস্কের সঙ্গে সংযোগকারী একটি ব্রিজ ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি। তবে তার এসব দাবি বিবিসি স্বাধীনভাকে যাচাই করতে পারেনি।

এদিকে, রাশিয়া ইউক্রেনে বিএমপি-টি টার্মিনেটর ট্যাংক মোতায়েন করেছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ওই ট্যাংক মোতায়েন পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্ক ঘিরে লড়াইয়ের তীব্রতার আরেকটি প্রতিফলন বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টার্মিনেটর ট্যাংকের ব্যবহারের ফলে মনে করা হচ্ছে রাশিয়ার সেন্ট্রাল গ্রুপিং অব ফোর্সও ওই অঞ্চলে উপস্থিত। রাশিয়ার ওই বাহিনী যুদ্ধের শুরুর দিকে কিয়েভের আশেপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

আফগান ও চেচেন যুদ্ধের পর যুদ্ধ ট্যাংককে সুরক্ষা দেওয়ার জন্য টার্মিনেটর তৈরি করা হয়েছিল। তবে কিন্তু দশটির বেশি ট্যাংক মোতায়েন না থাকায় চলমান যুদ্ধে সেটা উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *