সরকারকেই দায় নিতে হবে খুলনায় অঘটন ঘটলে: ফখরুল

বাংলাদেশ led

নিউজ ডেষ্ক- বিএনপি মসহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তাদের খুলনার বিভাগীয় সমাবেশে কোনো অঘটন ঘটলে এর সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।’

শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আগামীকাল (শনিবার) খুলনায় অনুষ্ঠেয় সমাবেশের বিষয়ে ফখরুলের অভিযোগ বলেন, এই সমাবেশকে কেন্দ্রে করে সরকার ‍খুলনায় ইতোমধ্যে একটা ‘সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে’। তারা পথে পথে নেতাকর্মীদেরকে ‘গ্রেফতার’ করছে।

বিএনপি মহাসচিব তাদের খুলনার সমাবেশে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, তার সব দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। এটা প্রমাণিত হবে যে, এই সরকার আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা আমাদেরকে সভা-সমাবেশ করতে দিতে চায় না।’

এ সময় ফখরুল অভিযোগ করে বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সমাবেশের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে গিয়েছেন। তিনি যে বাসায় অবস্থান করছেন গতকাল রাতে সেখানে পুলিশ রেইড দিয়েছে এবং সেখান থেকে ১৯ জনকে গ্রেফতার করেছে। খবর নিয়েছি যে- এখন নির্দেশ দিয়েছে যে, পথে পথে যাকে যেখানে পাওয়া যাবে, তাকে সেখানে গ্রেফতার করার জন্য।’

তিনি আরও বলেন, ‘সরকার চায় না যে, মানুষ একটা গণতান্ত্রিক উপায়ে তাদের যে কথা, তাদের যে বক্তব্য, তাদের যে প্রতিবাদ সেটা প্রকাশ করুক। তারা একটা সংঘাতের দিকে চলে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে এই রাস্তা থেকে ফিরে এসে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *