লাগাতার লিটনের গ্লাভস খুঁজে নেও: কোচ ডোনাল্ড

খেলা

নিউজ ডেষ্ক-গত মার্চে নিজ দেশের বিপক্ষের সিরিজ দিয়েই বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন অ্যালান ডোনাল্ড।

এর পর ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তার অধীনে দ্বিতীয় সিরিজ খেলছেন বাংলাদেশের পেসাররা।

সে হিসেবে শিষ্যদের নিজের মতো করে গড়ে তুলতে তেমন একটা সময় পাননি কিংবদন্তি প্রোটিয়া পেসার।

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পেসারদের নিয়ে নিজের কাজের ধরন ও প্রক্রিয়া সম্পর্কে কথা বলেছেন ডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকান কোচ জানিয়েছেন, তিনি কখনও বাড়তি চাপ দেওয়ার পক্ষে নন। বরং একই জিনিস বারবার করে সেটিতে দক্ষতা লাভের দিকেই অধিক মনোযোগ তার। তিনি চান পেসাররা যেন অফস্ট্যাম্পের বাইরে বোলিং করে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভস খুঁজে নেয়।

ডোনাল্ড বলেন, ‘আমাদের প্রক্রিয়া এমন নয় যে, আউটসুইঙ্গার করতে করতে আচমকা ইনসুইঙ্গার ডেলিভারি দেওয়া। প্রক্রিয়াটি হলো— লাগাতার লিটনের গ্লাভস খুঁজে নেওয়া। টেস্ট ম্যাচে আমি এই প্রক্রিয়া অনুসরণ করেই বড় হয়েছি এবং এভাবেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হয়।’

এ পেস বোলিং কোচ আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা খুবই সহজ এবং বেসিকের মধ্যে থাকা। কোনো ব্যাটারকে নিয়ে যদি নির্দিষ্ট পরিকল্পনা থাকে এবং পরে আমি সেই ব্যাটারের মধ্যে খুঁত দেখতে পাই তা হলে আমরা পরিকল্পনায় খানিক পরিবর্তন আনি এবং অন্যভাবে এগোনোর চেষ্টা করি। আমি এটি নিশ্চিত করি যেন কোনো কিছু বাড়তি চাপ না হয়ে যায়। ’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *