রেজিস্টেশন করেও পরীক্ষা দিল না কেউ, বিয়ের পিঁড়িতে সব শিক্ষার্থী

বাংলাদেশ breaking subled

নিউজ ডেষ্ক- এবার ফরম পূরণ করে এক মাদরাসার একজনও অংশ নেননি দাখিল পরীক্ষায়। তারা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা দাখিল মাদরাসার পরীক্ষার্থী। ঐ মাদরাসার সাত শিক্ষার্থী ফরম পূরণ করেলও পরীক্ষায় অংশ নেননি কেউ। তারা সবাই মেয়ে পরীক্ষার্থী। সবার বিয়ে হয়ে গেছে। এ কারণে তারা পরীক্ষায় অংশ নেননি।

গতকাল শনিবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্রে গিয়ে তাদেরকে অনুপস্থিত পাওয়া যায়। এর আগে প্রথম দিন বৃহস্পতিবার কুরআন মজিদ ও তাজবিদ বিষয়েও অনুপস্থিত ছিলেন তারা।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার ফুলবাড়ীর ১৯টি মাদরাসার ৫০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। দাখিল পরীক্ষার কেন্দ্র হয় শাহবাজার এ এইচ ফাজিল মাদরাসায়। সেখানে প্রথম দিন সাত পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরে খোঁজ নিয়ে যায় অনুপস্থিত সবই উত্তর কুটিচন্দ্রখানা দাখিল মাদরাসার পরীক্ষার্থী। উত্তর কুটিচন্দ্রখানা দাখিল মাদরাসাটি নন-এমপিও। ঐ মাদরাসার সাত পরীক্ষার্থীর সবার বিয়ে হয়ে যাওয়ায় তারা পরীক্ষায় অংশ নেননি।

এদিকে উত্তর কুটিচন্দ্রখানা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মজাহার আলী জানান, পরীক্ষার্থীদের সবার বিয়ে হয়ে গেছে। এজন্য কেউ পরীক্ষায় অংশ নেননি। তিনি পরীক্ষা দেওয়ার জন্য সবাইকে বলেছিলেন। তবে কেউ আসেননি।

এ বিষয়ে ঐ পরীক্ষার কেন্দ্র সচিব আবুল কাশেম সরকার জানান, প্রথম পরীক্ষায় সাত শিক্ষার্থী অনুপস্থিত পাওয়া গেলে খোঁজ নিয়ে জানা যায় তারা সবাই উত্তর কুটিচন্দ্রখানা দাখিল মাদরাসার পরীক্ষার্থী। বিষয়টি জানাতে ঐ মাদরাসা সুপারকে একাধিকবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *