যেসব চ্যানেলে দেখা যাবে আর্জেন্টিনা-ইতালির ফাইনালিসিমা খেলা

খেলা

নিউজ ডেষ্ক- ইতিমধ্যে ফাইনালিসিমা খেলতে লন্ডনে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে গতবারের ইউরো জয়ী ইতালির বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের সতর্ক করে দিলেন কোচ স্কালোনি। তার মতে, আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। তেমনি ম্যাচের আগে সতীর্থদেরও সতর্ক করে দিলেন ইতালি অধিনায়ক বোনুচ্চি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

এদিকে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি গণমাধ্যমকে বলেন, ‘তারা (ইতালি) নিজেদের অজেয় মনে করছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কখনোই মনে করা যাবে না যে আমরা অজেয়। লোকজন আমাদের চ্যাম্পিয়ন মনে করে এবং আমাদের অর্জন তারা উপভোগ করে, এটা ভালো। কিন্তু পথচলা থামে না, তাই আমরা নির্ভার হতেও পারি না। একজন কোচ হিসেবে আমাকে খেলোয়াড়দের সতর্ক করতে হবে।’

ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জিততে চান এই আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘সেরাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই, কারণ এটি একটি ট্রফির লড়াই। এই জার্সি পরে আমাদের সবসময় সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বকাপ।’

অপরদিকে ম্যাচ পূর্ব ম্যাচ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রশংসা করে বোনুচ্চি সাংবাদিকদের বলেন, ‘তারা বিশ্বের সেরা দলগুলোর একটি। আর্জেন্টিনা টানা ৩১ ম্যাচে হারেনি আর এটা কাকতাল নয় (তারা সেরা বলেই পেরেছে)। আমাদের সর্বোচ্চটা দিতে হবে। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে এবং ভিত গড়তে হবে, যা ইতালিকে আবারও শীর্ষে ফিরিয়ে আনবে।’

জানা গেছে, এ ধরনের ম্যাচ তৃতীয়বারের মতো হতে যাচ্ছে। এর আগে ১৯৮৫ সালে প্যারিসে উরুগুয়েকে ২-০ গোলে হারায় ফ্রান্স। এরপর ১৯৯৩ সালে মার দেল প্লাতায় পেনাল্টি শটে ডেনমার্ককে হারায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

যে সব টিভি চ্যানেলে দেখা যাবে আর্জেন্টিনা বনাম ইতালি ম্যাচঃ ফাইনালিসিমা আর্জেন্টিনা বনাম ইতালি ম্যাচটি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাতে Sony Pictures Sports Network এর মাধ্যমে Sony TEN 1 এবং Sony TEN 1HD চ্যানেলে লাইভ দেখানো হবে। এছাড়া প্রিমিয়াম গ্রাহকদের জন্য লাইভ স্ট্রিমটি Sony LIV-তে সাবস্ক্রাইব করে দেখা যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *