মিরপুরে গণপূর্তের রড নিলামে বিক্রি করলো ডিএনসিসি

বাংলাদেশ breaking subled

নিউজ ডেষ্ক- আজ সকালে রাজধানী মিরপুরের পাইকপাড়ায় একটি ফুটপাথে পড়ে থাকা রড নিলামে বিক্রি করেছে ঢাকা (উত্তর) সিটি করপোরেশন। রাস্তায় ফেলে রাখা গণপূর্তের প্রকল্পের নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

আজ শনিবার ১৭ সেপ্টেম্বর সকালে মিরপুরের পাইকপাড়া এলাকায় এডিস মশার বিরুদ্ধে সচেতনতামূলক অভিযানে এসে ফুটপাতে ও রাস্তায় রড পড়ে থাকতে দেখেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সাথে সাথে ওই মালামাল নিলামে ওঠানোর নির্দেশনা দেন তিনি।

এ সময় মেয়র আতিকুল ইসলাম জানান, ৩০০ টনের মতো রড আছে। সব মিলিয়ে ৪-৫ কোটি টাকার মালামাল ছিলো। নিলামে বিক্রি হয়েছে ১৮ লাখ ৪৫ হাজার টাকায়।

মেয়র আতিক আরও বলেন, দায়িত্বে অবহেলার জন্য ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখা অত্যন্ত দুঃখজনক। সরকারি প্রতিষ্ঠানের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিলো। পরে এডিস মশার বিরুদ্ধে সচেতনতামূলক অভিযান শুরু করেন মেয়র আতিক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *