মার্কিন প্রতিনিধি পরিষদে জয় পেল রিপাবলিকানরা

আন্তর্জাতিক breaking subled

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয়ের জন্য প্রয়োজনীয় ২১৮টি আসন নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহ পরে এটি নিশ্চিত করলো।

৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানরা ২১৮ থেকে ২২৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সিবিএস নিউজ।

এই জয় আগামী দুই বছরের জন্য বাইডেনের এজেন্ডা থামানোর জন্য পর্যাপ্ত।

তবে জানুয়ারিতে নতুন কংগ্রেস বসলে ডেমোক্রেটরা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখবে। অল্প কয়েকটি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। রিপাবলিকানরা আশা করেছিল জয় পেয়ে দুই কক্ষেই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। কিন্তু গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে আশানুরূপ ফল পায়নি।
এদিকে জয়ের পর বাইডেন বলেন, আমেরিকার জনগণ আমাদের চায়, আমরা যেন তাদের জন্য কাজ করি। তারা এমন বিষয়ে গুরুত্ব চায়, যা তাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে।

জয় নিশ্চিত করায় রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিনিধি পরিষদে দলটির শীর্ষ নেতা কেভিন ম্যাককার্থিকে তিনি অভিনন্দন জানিয়েছেন।

সূত্র : বিবিসি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *