মাত্র ১৫ মিনিটেই ফুল চার্জ হবে যে ফোন

তথ্যপ্রযুক্তি

নিউজ ডেস্ক: প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্মার্টফোনে চার্জ গ্রহণের দীর্ঘ সময়ের যে সমস্যা তা কমিয়ে আনার ক্ষেত্রে। এক্ষেত্রে সফল বলা যায় চায়নার স্মার্টফোন উদপাদনকারী প্রতিষ্ঠান শাওমিকে। ইতোমধ্যে তারা শাওমি ১১ এই (Xiaomi 11i) ফোনে হাইপার চার্জার যুক্ত করেছে। আর এটি ছাড়া হয়েছে ভারতের বাজারে। এই স্মার্টফোনটি ৫জি নেটওয়ার্ক সুবিধা সম্বলিত।

এই ফোনে ১২০ ওয়াটের হাইপার চার্জার যুক্ত করা হয়েছে যার মাধ্যমে ফুল চার্জ হতে সময় নেবে মাত্রা ১৫ মিনিট।

শাওমির এই ফোনটির দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ৬/৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের এই ফোনটির দাম ভারতীয় রুপিতে ২৬ হাজার ৯৯৯ এবং ২৮ হাজার ৯৯৯ টাকা। এটির ওজন মাত্র ২০৪ গ্রাম।

এছাড়াও রয়েছে ৬.৬৭ ইঞ্চির বড় ডিসপ্লে। ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং USB Type-C port. রয়েছে দুই সিম ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। ব্যাটারি ক্ষমতা ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ১০৮ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ১৬ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সূত্র: এনডিটিভি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *