বেশি দামে বিক্রি, রাজশাহীতে তিন রডের দোকানকে জরিমানা

দেশজুড়ে

নিউজ ডেষ্ক- রাজশাহীতে তিনটি রডের দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর হড়গ্রাম বাজার, কোর্ট স্টেশনবাজার ও স্টেডিয়াম মার্কেটে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

দোকানে পণ্যমূল্য তালিকা না থাকায় রাজশাহী কোর্ট হড়গ্রাম বাজারের রড বিক্রেতা রওশন ট্রেডার্সকে ৮ হাজার টাকা, রাজশাহী স্টেডিয়াম মার্কেটের পাবনা আয়রন স্টোরকে ২০ হাজার টাকা এবং পণ্যমূল্য প্রদর্শন না করায় সতর্কতামূলক আহম্মদ হার্ডওয়্যারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে নির্মাণসামগ্রী রড বেশি দামে বিক্রি ও পণ্যমূল্য প্রদর্শন না করে বিক্রি করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

কয়েকটি দোকানে রডের মূল্য তালিকা না টাঙানোর অনিয়মে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *