বাফুফে এক হাজার কোটি টাকার ঋণ পাচ্ছে দেশের ফুটবলের উন্নয়নের জন্য

খেলা

নিউজ ডেষ্ক- বাংলাদেশের ফুটবলের জন্য মাঠ সঙ্কটসহ ঘরোয়া ফুটবলের অবকাঠামো উন্নয়নের জন্য স্পেন থেকে হাজার কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা করছে বাফুফে। এখন ইকোনমিক রিলেশনস ডিভিশনের (এআরডি) অনুমোদনের অপেক্ষা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত শনিবার স্পেন থেকে ঋণ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা গত কয়েক মাস আগে স্পেন সরকারকে আমাদের চাওয়ার কথা জানিয়েছিলাম। সেটা এখন প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। আমাদের লক্ষ্য অন্যরকম। বাংলাদেশে ফিফা কমপ্লেক্স বা স্বীকৃত স্টেডিয়াম নেই। অথচ ৩-৪টা স্টেডিয়াম থাকা উচিত। আমি একবারে তো তিনটা বা চারটা চাইব না। একটা একটা করে শুরু করি। সেই সঙ্গে বাচ্চাদের প্রাকটিস করার কোনো ভালো স্থান বা জায়গা নেই।’

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া যেকোনো ফুটবল টুনার্মেন্টে শুরুর আগে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে বাফুফে। এর প্রধানতম কারণ স্টেডিয়াম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ছাড়া ফুটবলের জন্য ঢাকায় কোনো মাঠ নেই। মাঠ নিয়ে প্রতিবছর টানাহেঁচড়ার মধ্যে পড়তে হয় ফুটবল শাসক সংস্থাটিকে। এই সঙ্কট কাটিয়ে ওঠার জন্য ফিফার নির্দেশনা অনুযায়ী বিশ্বমানের স্টেডিয়াম বানানো প্রয়োজন মনে করছেন বাফুফে সভাপতি।

তিনি বলেন, ‘বাফুফে ও আমার ব্যক্তিগত লক্ষ্য স্টেডিয়াম একটা একটা করে শুরু করা, দুটো স্বীকৃত স্টেডিয়াম আর দুইশ থেকে তিনশ টার্ফ সারা দেশে বসানো। বিশেষ করে শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে যে ধরনের স্টেডিয়াম হয়েছে, এরকম ৩০০-এর মতো করা হবে। ওইখানে যদি ৩০০ টার্ফ আপনি দিয়ে দেন, দেখবেন ২৪ ঘণ্টা বাচ্চারা খেলছে। এখান থেকে ভবিষ্যতে যদি ২৪ জন খেলোয়াড়ও তৈরি হয়, আর এটাই আমার লক্ষ্য।’

গত বছর ঢাকাস্থ স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিকো ডি অসীস বেনিতোজ সালাজা বলেছিলেন, ‘বাংলাদেশের ফুটবলে উন্নয়নে স্পেন সহযোগিতা করতে চায়। বিশ্ব ফুটবলে স্পেন একটি শক্তিশালী দল। তাই বিশ^ ফুটবলকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে বন্ধুপ্রতিম বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে স্পেন সহযোগিতা করতে চায়।’

সেই আশ্বাসের প্রেক্ষিতে স্পেনের কাছ থেকে সহযোগিতার বিষয়টকে এগিয়ে নিতে গত শুক্রবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়েছিলেন বাফুফের সভাপতি ও সাধারণ সম্পাদক (আবু নাইম সোহাগ)। বৈঠক শেষে তাড়াহুড়ো নয়, ধীরে-সুস্থেই লক্ষ্য অর্জনে কাজ করে যাওয়ার কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এদিকে ফুটবলসহ দেশের ক্রীড়া উন্নয়নে বন্ধুরাষ্ট স্পেনের সহযোগিতার প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার ফুটবলসহ দেশে সব খেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। স্পেনের কাছ থেকে সাহায্য বাবদ আমরা শুনেছি, প্রাথমিকভাবে টাকার অঙ্কটা ১০০০ কোটিরও ওপরে’, এটা ইআরডিতে আছে। ইতোমধ্যে ২০টার ওপর সভা হয়েছে। এই টাকাটা আমরা নেব কি না বা কীভাবে নেব সেই বিষয়ে কথা হয়েছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *