বন্যা কবলিত এলাকায় ভোটার হালনাগাদ কার্যক্রম স্থগিত

Uncategorized

বন্যা কবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন মঙ্গলবার (২১ জুন) নির্দেশনাটি মাঠ পর্যায়ে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, যে সকল উপজেলা/থানায় আকষ্মিক বন্যায় প্লাবিত হয়েছে/প্লাবিত হবে, সে সকল উপজেলা/থানার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহ ও নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন কার্য স্থগিত রাখতে হবে। পরবর্তী অবস্থায় বন্যা কবলিত উপজেলা/থানায় বন্যার উন্নতি হলে কার্যক্রম শুরু করার বিষয়ে স্থানীয়ভাবে গণবিজ্ঞপ্তি জারি করত: প্রচারণার মাধ্যমে জনগণ এবং নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে।

গত ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন, যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এক্ষেত্রে চার ধাপে কার্যক্রমে সম্পন্ন করা হবে। বর্তমানে দু’টি ধাপে ২৮০টি উপজেলায় কার্যক্রম হাতে নিয়েছে ইসি।

 

বিডি প্রতিদিন/হিমেল

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *