নির্বাচনে পাঁচ বছরের জন্য ইমরান খানকে অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক breaking subled

নিউজ ডেষ্ক- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তোষাখানা মামলায় মিথ্যা বিবৃতি জমা দেওয়ার অভিযোগে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) এমন ঘোষণা দিয়েছে ইসিপি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ ইসলামাবাদে ইসিপি সচিবালয়ে এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, ভুল ঘোষণার জন্য ইমরানের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হবে।

রায় ঘোষণার পরপরই ইমরানের দল পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরী ইসিপির বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জনসাধারণকে “তাদের অধিকারের জন্য” বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেছিলেন।

তিনি ইসিপির এ রায়কে ‘২২ কোটি মানুষের মুখে চড়’ আখ্যা দিয়ে বলেন, ‘আজ বিপ্লবের সূচনা হলো।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *