নিউজ ডেষ্ক-নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণ বিচ্ছিন্ন সরকার। যার কাজই অশান্তি সৃষ্টি করা। এই সরকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মীকে গুম করেছে। সেই সঙ্গে আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। গুলি করে পঙ্গু করেছে। তারা মানবতাবিরোধী অপরাধ করছে। তাদের বিচার এ দেশের মানুষ করবে।’
শনিবার (১৯ নভেম্বর) বিকালে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির গণসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
লুনা বলেন, ‘সরকার বিএনপির সমাবেশ দেখে ভয় পাচ্ছে। আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। এ সমাবেশকে সফল করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। বাধার শিকার হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জানাই।’