তারকা ফুটবলার হামজা চৌধুরী খেলতে চান বাংলাদেশের হয়ে

খেলা led

নিউজ ডেষ্ক- ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব লেস্টার সিটিতে খেলতেন হামজা চৌধুরী। বর্তমানে খেলছেন ওয়াটফোর্ডের হয়ে। আগামীতে বাংলাদেশের হয়েও খেলতে চান বলে জানিয়েছেন হামজা। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার জন্য উন্মুক্ত এবং স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারলে ‘গর্বিত’হবেন। আনোয়ার উদ্দিন এমবিই-এর সাথে একটি সাক্ষাত্কারে এমনটা জানিয়েছেন হামজা।

আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন বাংলাদেশী এবং গ্রেনাডিয়ান বংশোদ্ভূত হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশী হামজা। বাংলাদেশের হয়ে খেলার ভাবনা নিয়ে হামজা বলে, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের হয়ে আগামীতে খেলতে চাই। আমি এখানে থাকলে আগামী কয়েক বছরে আরও ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবো। তবে আমি বাংলাদেশে গিয়ে খেলতে পারলে আরও গর্বিত হব। সেখানে নিয়মিত খেলতে চাই।’

মিডফিল্ডার হামজ বলেছেন, যে তিনি বাংলাদেশের সিলেট অঞ্চলে তার শিকড়ের সাথে একটি ‘দৃঢ় সংযোগ’ অনুভব করেন এবং তার সন্তানদের দেশে কিছু সময় কাটানোর সুযোগ দিতে চান। তিনি বলেন, ‘প্রথমে আমি অবাক হয়েছিলাম, আমার সাফল্যে বাংলাদেশ থেকে অনেক শুভকামনা পেয়েছি। তাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি।’

তিনি বলেন, ‘ভালো কিছু করলে দেশ থেকে সকলে সমর্থন জানাতো। আমার মা সারা রাত জেগে থাকতেন কারণ আমার খালা এবং কাজিনরা বাংলাদেশ থেকে ফোন করবে।’ দক্ষিণ এশিয়ার ফুটবলে অনেক সম্ভাবনা দেখেন বলে জানিয়েছেন হামজা।

তিনি বলেন, ‘বাংলাদেশেরর সমর্থকদের ভালোবাসা সত্যিই আমার চোখ খুলে দিয়েছে একজন পেশাদার ফুটবলার হিসেবে আপনার কতটা সুযোগ আছে, বিশেষ করে একজন দক্ষিণ এশিয়ার ফুটবলার হিসেবে। আমি একটি শক্তিশালী সংযোগ অনুভব করি এবং ব্যবহার করতে চাই৷ আমার অভিজ্ঞতাগুলো বাংলাদেশের ফুটবলে কাজে লাগাতে চাই।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *