জীবনটাই আসলে নাটকের: হারুন

বাংলাদেশ breaking subled

নিউজ ডেষ্ক- এবার বিরোধী দল জাতীয় পার্টির সংসদের অধিবেশনে না যাওয়ার ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে তা আবার পরিবর্তন করার ঘটনাকে নাটক হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। গতকাল সোমবার সংসদে উন্নয়নবোর্ড আইন রহিতকরণ বিল উত্থাপনে আপত্তি জানিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় হারুনুর রশীদ বলেন, ‘কী নাটক, জীবনটাই আসলে নাটকের! পত্রিকায় হেডলাইন আসলো, আজকে সংসদে বিরোধী দলের কেউ আসবে না। আবার দেখলাম সব পরিবর্তন।’

এ সময় স্পিকারের উদ্দেশে হারুন বলেন, ‘কী অবস্থা, কী হচ্ছে তা জানাতে হবে। কার্যপ্রণালি বিধীতে বিরোধী দলীয় নেতা কিভাবে হবেন তা বলা আছে। এটি পরিস্কার হওয়া দরকার। স্পিকার কেন সিদ্ধান্ত দিচ্ছেন না, এখানে কী সমস্যা আছে?’ জেলা পরিষদ বিলুপ্ত করার দাবি জানিয়ে হারুন বলেন, ‘এটি এখন ভয়াবহ দুর্নীতির আখড়া হয়ে গেছে। এর কোনো প্রয়োজন নেই। জেলা পরিষদের সম্পদ উপজেলা পরিষদে ন্যস্ত করে জেলা পরিষদ বিলুপ্ত করে দেওয়া হোক।’

এদিকে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়ম নিয়ে হারুন বলেন, ‘সেখানে নির্বাচন কমিশন সিসিক্যামেরা স্থাপন করেছে। অনিয়ম ধরা পড়েছে। কিন্তু পুলিশ, প্রশাসন, নির্বাচন কর্মকর্তা তাদের কারো বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি।’ এরপর হারুনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘উন্নয়ন বোর্ড আইন রহিতকরণ বিল নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির সংসদ সদস্য জেলা পরিষদ আইনের কথা বললেন।’

তিনি আরও বলেন, ‘রুলস অব বিজনেস সম্পর্কে উনি জানেন কী না জানি না। জেলা পরিষদ আইন যে লাইন মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার), সেই মন্ত্রণালয় এই সংসদে বিল পাস করেছিল। সংখ্যাগরিষ্ঠ ভোটে এটি পাস হয়েছিল। সেদিন কিন্তু তিনি (হারুন) ওই পক্ষে ভোট দেননি। বক্তব্য দিয়েছিলেন কিন্তু ভোট দেননি। সংসদ থেকে পাস করা আইন এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। আমি কেন এটা রহিত করতে আসব।’

আইনমন্ত্রী বলেন, ‘উনি খবরের কাগজে দেখেছেন বিরোধী দল আসবে না। আজকে দেখলেন বিরোধী দল এসে গেছে। উনিও বিরোধী দল কন্ট্রোল করেন না। আমিও বিরোধী দল কন্ট্রোল করি না। বিরোধী দল গতকাল যদি সেই সিদ্ধান্ত নিয়ে থাকে-এই সিদ্ধান্ত তো এমন নয় যে পাল্টানো যাবে না। তারা আবার আলাপ আলোচনা করে পরিবর্তন করতে পারে। উনারাও (জাতীয় পার্টি) উনার বা বিএনপির অঙ্গুলি হেলনে চলে না।’

তিনি আরও বলেন, ‘সেই কারণেই আজকে উনাদের গাত্রদাহ হয়ে গেছে। যে এখানে তারা কোন সমস্যা সৃষ্টি করতে পারেননি। বিরোধী দলক ধন্যবাদ জানাব যে দেশকে আগে প্রাধান্য দিয়েছেন। তারা নিজেদের বা দলকে প্রাধান্য দেননি। উনার দেশের সেবা করেছেন এজন্য অভিনন্দন জানাই। উনাদের (বিএনপির) অসুবিধা হয়ে গেছে বলেই বিরোধী দলের গালিগুলো আমাকে দিয়ে দিলেন। বিষয়টি হলো গালি দিতে হবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *