এবার শ্রেণিকক্ষে বোরকা পরা ও ধর্ম নিয়ে কটূক্তি, বরখাস্ত শিক্ষিকা

বাংলাদেশ led

এবার শ্রেণিকক্ষে বোরকা পরা ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে নেছারাবাদ উপজেলার কামারকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাকলী রানী মিস্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার।

এ বিষয়ে প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার বলেন, ‘ওই শিক্ষিকা তাঁর দোষ স্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

জানা যায়, সহকারী শিক্ষিকা কাকলী বিদ্যালয়ের দশম শ্রেণির সামাজিক বিজ্ঞান ক্লাসে মুসলমান মেয়েদের বোরকা পরা এবং ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেন। এ সময় ছাত্রীরা বিষয়টি তাৎক্ষণিক প্রধান শিক্ষককে জানালে তিনি বিষয়টিতে গুরুত্ব না দিয়ে ছাত্রীদের ফিরিয়ে দেন। পরে ছাত্রীরা বিষয়টি বাড়িতে গিয়ে জানালে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে ছাত্রী অভিভাবকসহ স্থানীয়রা বিদ্যালয় চত্বরে উপস্থিত হন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, পৌর মেয়র গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *