এটা বড় ধাক্কা, এভাবে আসর শুরু হবে আমরা প্রত্যাশা করিনি: মেসি

led subled খেলা

নিউজ ডেষ্ক- নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা হারবে এমনটা বোধহয় খুব কম লোকই ভেবেছিলেন। সৌদি আরবের খেলোয়াড়-ভক্তরাও রূপকথা লেখার স্বপ্ন দেখেছিল কিনা সন্দেহ। কিন্তু ফিফা বিশ্বকাপ তো এমনই! মুহূর্তে ঘটে যায় অনেক কিছু। লওতারো মার্টিনেজ বলেছেন, এমন শুরুর প্রত্যাশা তারা করেননি। লিওনেল মেসিও বলেছেন, অপ্রত্যাশিত শুরু।

গতকাল ম্যাচ শেষে বিশ্বের অন্যতম সেরা তারকা ও আর্জেন্টিনার স্বপ্নসারথী ‘অজুহাত’ দিতে পারতেন। তিনটি গোল অফসাইডে বাতিল হওয়া, কাতারের মতো গরম দেশে তাদের ম্যাচ স্থানীয় সময় দুপুর ১টায় ফেলানোর সমালোচনা করতে পারতেন তিনি। কিন্তু মেসি বলেছেন, কোন অজুহাত নয়।

এদিকে আর্জেন্টিনার অধিনায়ক মেসি বলেছেন, ‘কোন অজুহাত দেব না। আমাদের পূর্বের চেয়েও ঐক্যবদ্ধ হতে হবে। এই দলটা শক্তিশালী, সেটা পূর্বে দেখিয়েছে। এটা এমন এক পরিস্থিতি যার মধ্যে দিয়ে আমরা অনেক দিন যাইনি। এখন আমাদের দেখাতে হবে যে, আমরা প্রকৃত অর্থেই একটা দল।’

আর্জেন্টিনা ১৯৯০ সালের পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারেনি। লিওনেল মেসি পঞ্চম বিশ্বকাপ খেলছেন। ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে তার। দ্বিতীয় রাউন্ডে বিদায়ের কষ্টও আছে। তবে পূর্বে কখনও গ্রুপ পর্বে তিনি বিদায় নেননি। এর আগে ২০০২ আসরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তেরা। ওই শঙ্কা কিছুটা ফিরে আসছেই।

এদিকে মেসি বলেছেন, সবকিছুই এখন তাদের খেলার ওপরই নির্ভর করছে, ‘এটা সকলের জন্যই খুবই বড় এক ধাক্কা। এভাবে আসর শুরু হবে আমরা প্রত্যাশা করিনি। এমন কিছু অনেক সময় ঘটে যায়। আমাদের সামনে যা অপেক্ষা করছে তার জন্য প্রস্তুত হতে হবে। দুই ম্যাচেই আমাদের জিততে হবে এবং সেটা আমাদের খেলার ওপরই নির্ভর করছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *