উপনির্বাচনে ৮ আসনের ৬ টিতেই ইমরান খানের দলের জয়

আন্তর্জাতিক breaking subled

নিউজ ডেষ্ক- এবার পাকিস্তানে উপনির্বাচনের ভোটে ৮ আসনের মধ্যে ৬টিতেই জয় লাভ করেছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিপরীতে দু’টি আসনে জয় লাভ করেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এদিকে টাইমস অফ ইন্ডীয়ার এক প্রতিবেদনে বলা হয়, পিটিআই পাকিস্তান এনএ-তে সাতটি এবং পিএ-তে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে।

গতকাল রবিবার ১৬ অক্টোবর সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ সামগ্রিকভাবে মসৃণ হলেও পরে খাইবার পাখতুনখোয়ায় পিটিআই এবং আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় সংবাদ মাধ্যম ডন।

এদিকে পিটিআই’য়ের দাবি করাচিতে দলটির আইনপ্রণেতাকে আক্রমণ করা হয়েছে। এছাড়াও করাচির একজন পোলিং কর্মকর্তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে পিটিআই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *