আমাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে নাটক সাজানো হচ্ছে: মামুনুল হক

বাংলাদেশ breaking subled

নিউজ ডেষ্ক- হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আমাকে জাতির কাছে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে প্রতিদিন নাটক সাজানো হচ্ছে। আমার দুই হাতেই হাতকড়া দেওয়া হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) মামুনুলকে নাশকতার মামলায় ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪-এর বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকার আদালতে হাজির করা হয়। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় উত্তেজিত হয়ে এসব কথা বলেন তিনি।

বর্তমানে নাশকতার মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। তবে এদিন দিন মামলার কোনো সাক্ষী আদালতে হাজির হননি। মামুনুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, আজ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ছিল। তবে সাক্ষ্য দিতে কোনো সাক্ষী আদালতে হাজির হননি।

এর আগে ২৯১৫ সালের ১৪ জানুয়ারী মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীরা গাড়ি ভাংচুর ও আগুন দেয়। এ ঘটনায় মিরপুর মডেল থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার রাজীব আহমেদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মার্চ মাওলানা মামুনুল হকসহ ৬৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম। ২০১৭ সালের ২৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *