অস্ট্রেলিয়ানরা বলিউড সুপারস্টার ভেবেছিলেন সাকিবকে!

led খেলা

নিউজ ডেষ্ক- এবার হাসিমুখে অ্যাডিলেড মিশন শুরু করতে যাচ্ছে টিম বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়ে উজ্জীবিত দল। ব্রিসবেন ছাড়ার আগে আগ্রহের কেন্দ্রে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। গণমাধ্যম ও ভক্তদের আগ্রহ দেখে অস্ট্রেলিয়ানরা অবশ্য সাকিবকে বলিউড সুপারস্টার ভেবেছিলেন! এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূলপর্বে বাংলাদেশের সেরা সাফল্য এটি। গ্রুপ পর্বে বাকি থাকা দুই ম্যাচে জিতলেই সরাসরি সেমিতে চলে যাবে টিম টাইগার্স। এ ছাড়া এক ম্যাচ জিতলেও ক্ষীণ সম্ভাবনা থাকবে। এমন সমীকরণ সামনে রেখে গতকাল সোমবার ৩১ অক্টোবর ব্রিসবেন থেকে অ্যাডিলেডে উড়াল দেয় সাকিব বাহিনী।

এদিকে বিমানবন্দরে টাইগারদের প্রবেশের সময় সাকিবকে ঘিরেই হচ্ছিল সবকিছু। বিভিন্ন গণমাধ্যম ছাড়াও সেখানে থাকা অসংখ্য বাংলাদেশি ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে ছবি তুলছিলেন। সাকিবকে ঘিরে মানুষের এমন আগ্রহ দেখে অস্ট্রেলিয়ানরা চমকে গিয়েছিলেন।

এ সময় একটি এয়ারলাইন্সের একজন কেবিন ক্রু জানতে চেয়েছিলেন, সাকিব কোনো বলিউড তারকা কি না। তখন তাকে জানানো হলো, সাকিব কোনো বলিউড তারকা না। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার। তখন ওই কেবিন ক্রু বুঝতে পেরেছেন।

এ সময় অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন জানতে চেয়েছেলিনে, বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কতটুকু। এ ছাড়া বাংলাদেশ দলের বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন কেউ কেউ। আফ্রিকার বিপক্ষে বাজে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে জয় আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগারদের।

বিশেষ করে, মাঠের বাইরের শত সমালোচনার পরও সাকিবের দুর্দান্ত অধিনায়কত্ব এবং পারফরম্যান্স অবাক করেছে সবাইকে। ক্যাপ্টেনের পরিকল্পনা অনুযায়ী, এবার ভারত-পাকিস্তানের মুখোমুখ হতে প্রস্তুত ক্রিকেটাররা। বাংলাদেশের পরের দুটি ম্যাচই অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে।

এদিকে পরিসংখ্যান বলছে, এ মাঠের স্কয়ার উইকেট তুলনামূলক ছোট হওয়ায়, বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা। তবে গতিময় পেসারদের জন্য রীতিমতো স্বর্গ এ মাঠের ড্রপ ইন উইকেট। সবার প্রত্যাশা জয়ের এই ধারা অব্যহত রাখবেন টাইগাররা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *