অপেক্ষমান মানুষের লাইন দেখা যাচ্ছে মহাকাশ থেকেও!

আন্তর্জাতিক led

নিউজ ডেষ্ক- যুক্তরাজ্যের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ রাখা কফিন লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে রাখা হয়েছে। ইতিহাসের সাক্ষী হতে সেখানে নেমেছে মানুষের ঢল। প্রায় ২৪ ঘণ্টা অপেক্ষার পর রানির কফিনের দেখা পেয়েছেন উৎসুক জনতা।

রানির কফিন একনজর দেখতে জমে যাওয়া জনতার লম্বা লাইনের দৃশ্য দেখা যাচ্ছে মহাকাশ থেকেও! ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার রানির শেষকৃত্যের অনুষ্ঠানে বিশ্বের ৫০০ নেতা ও সম্মানিত ব্যক্তি উপস্থিত থাকবেন। এটির আয়োজন করেছেন রাজা তৃতীয় চার্লস। এ শেষকৃত্যের অনুষ্ঠানটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিশ্বনেতাদের জমায়েত হবে।

রানির শেষকৃত্যের অনুষ্ঠানে বিশাল নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যোগদান করছেন।

প্রসঙ্গত ৭০ বছর রাজত্ব করার পর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ , গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *