ইতালিকে হারিয়ে ফের শিরোপার স্বাদ পেল মেসির আর্জেন্টিনা

খেলা

নিউজ ডেষ্ক- ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জিতে নিল আর্জেন্টিনা। আর আলবেসিলেস্তাদের হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার (১ জুন) রাতে উয়েফা ইউরো কাপ জয়ী ইতালিকে ৩-০ ব্যবধানে হারায় কোপা আমেরিকা জয়ী লিওনেল স্কালোনির শিষ্যরা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপার স্বাদ পেল তারা। এর আগে ১৯৯৩ সালে ডেনমার্ককে পরাজিত করে প্রথমবারের মতো এই ট্রফি জিতে আর্জেন্টিনা।

ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করে পারফর্ম্যান্স কিছুটা যেন নেমে গিয়েছিল আলবিসেলেস্তেদের। তাতে ইতালিও বেশ চোখরাঙানি দিচ্ছিল লিওনেল স্ক্যালোনির দলকে। তখনই এলো মেসির জাদুকরী সেই মুহূর্ত। জিওভানি ডি লরেঞ্জোর কড়া পাহাড়া পেছনে ফেলে বক্সে ঢুকে তিনি বল বাড়ান লাওতারো মার্টিনেজকে। সহজ ট্যাপ ইনে গোলটা করতে ভোলেননি স্ক্যালোনির আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। সেই যে ম্যাচে পিছিয়ে পড়ল ইতালি, আর কখনোই মনে হয়নি, আজ ইতালি জিততে পারে, কিংবা নিদেনপক্ষে ম্যাচে ফিরতে পারে। বিরতির আগে ডি মারিয়ার দারুণ গোলে ব্যবধানটা ২-০ হলো।

দ্বিতীয়ার্ধে মেসি আরও ক্ষুরধার। শুরুর অর্ধে কেবল গোলটাই করিয়েছিলেন। বিরতির পর মেসি নিজেই প্রতিপক্ষ গোলমুখে ত্রাস ছড়াচ্ছিলেন। জিয়ানলুইজি ডনারুমা যদি অতিমানব না হয়ে যেতেন, তাহলে হয়তো গোলটাও পেয়ে যেতেন আলবৎ। সেটা হয়নি, মেসির দুটো দারুণ শট ঠেকিয়েছেন তারই পিএসজি সতীর্থ। তাই গোলের দেখাটা পাননি মেসি।

শেষ বাঁশির একটু আগে ইতালি গোলমুখে এগোচ্ছিলেন, তবে সামনে বাধা দেখে বলটা বাড়িয়ে দেন পাওলো দিবালাকে। তার দারুণ ফিনিশে আর্জেন্টিনা পেল তৃতীয় গোলের দেখা। মেসি করালেন দ্বিতীয় গোল।

দুটো গোল করানো আর গোলমুখে শট বাদেও মেসি আলো ছড়িয়েছেন পুরো ম্যাচে। পুরো ম্যাচে বল ছুঁয়েছেন ৯৮ বার। বারদুয়েক লম্বা বল বাড়িয়ে আক্রমণ শুরু করেছেন। বড় সুযোগ সৃষ্টি করেছেন চারটি। তাকে প্রতিপক্ষ ফাউল করেছে ৫ বার। শুধু আক্রমণেই নয়, রক্ষণেও দলকে সাহায্য করেছেন বেশ। একবার ট্যাকলে জর্জিনিওর কাছ থেকে বলও জিতেছেন তিনি। এমন পারফর্ম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটা আর না জেতেন কী করে মেসি? জিতলেন, তাতে ফাইনাল শেষে দারুণ সুখস্মৃতি নিয়েই লন্ডন ছাড়ছেন মেসি, গোল না করেও।

এদিকে শিরোপা বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মেসি। প্রায় দুই দশক দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত ৪০টি শিরোপা জিতেছেন মেসি।

ছয়টি শিরোপা বেশি নিয়ে প্রথম অবস্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। ৪৬টি শিরোপা জিতে বর্তমানে এই রেকর্ড নিজের দখলে রেখেছেনে মেসির সাবেক ক্লাব সতীর্থ।

অর্থাৎ ক্লাব আর জাতীয় দল মিলিয়ে আর ছয়টি শিরোপা হলেই আলভেসকে ছুঁয়ে ফেলবেন মেসি।

৪০টি শিরোপার মধ্যে ৩৫টি বার্সেলোনার হয়ে পেয়েছেন মেসি। আর সদ্যসমাপ্ত মৌসুমে তার নতুন দল পিএসজির হয়ে জিতেছেন লিগ আঁর শিরোপা। এ গেল ক্লাব পর্যায়ে; জাতীয় দলের হয়ে তার শিরোপার সংখ্যা ৪টি।

কাতালানদের হয়ে মেসি জিতেছেন ১০টি লিগ, আটটি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ, তিনটি করে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *