দাম কমার সুখবর দিতে পারছি না: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‌‘ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার কোনও সুখবর আপাতত দিতে পারছি না। কবে নাগাদ দাম কমবে তাও বলা যাচ্ছে না।’

বুধবার (১ জুন) দুপুরে রংপুর পর্যটন মোটেলে ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মপরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘ডলারের দাম বৃদ্ধি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিভিন্ন কারণে বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে পারে।’

তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে ভোজ্যতেল সাশ্রয়ী মূল্যে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এই কর্মসূচি অব্যাহত থাকবে।’

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে জেলা ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুইয়া। এতে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য অধিদফতরের মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *