তাদের সমস্যা হবে যারা গোপনে কাজ করেন : আসিফ

বিনোদন

নিউজ ডেষ্ক-বাজারে এসেছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ‘আকবর ফিফটি নটআউট’। এটি এ সংগীতশিল্পীর আত্মজীবনীমূলক বই।

শনিবার বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এদিন গায়ক আসিফ ‘লেখক’ আসিফে পরিণত হন। আসিফের বইটি নিয়ে ভক্তদের আগ্রহ ছিল অনেক। শনিবার প্রকাশনা উৎসবে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হন তিনি।

তার আগেই আসিফ জানালেন, বইটিতে তার সত্যিকারের গল্পগুলো উঠে এসেছে। যে গল্প তিনি কাউকে বলতে ভয় পান না। শুরুতেই আসিফকে উপস্থাপক প্রশ্ন করেন, বইটি পড়লে কতজন মানুষ আহত হবেন, কতজন মানুষ রাগ করবেন, কতজন ক্ষুব্ধ হবেন?

জবাবে আসিফ সোজাসাপ্টা বলেন, যারা সত্য পছন্দ করেন, তাদের ভালো লাগবে। যারা লুকিয়ে দেখতে পছন্দ করেন ও গোপনে কাজ করেন, তাদের সমস্যা হবে।

আসিফ জানান, নিজের আত্মজীবনীতে শৈশবের সংগ্রাম, সেখান থেকে একজন শিল্পী হয়ে ওঠা, ক্যারিয়ারের চড়াই-উতরাইয়ে নানা অভিজ্ঞতাসহ যাপিতজীবনের অনেক ঘটনা বইটিতে লিপিবদ্ধ হয়েছে।

আসিফের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, আলম আরা মিনু, রবি চৌধুরী, মুহিন, গীতিকবি গোলাম মোর্শেদ, সুরকার-সংগীত পরিচালক ইথুন বাবু, গায়ক সোহেল মেহেদী, কাজী শুভ, অভিনয়শিল্পী ও উপস্থাপক ফারহানা নিশো, ক্রিকেটার জাভেদ ওমর প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *