আমার স্ত্রীও বুঝে উঠতে পারে নাই, নতুন বিয়ে করেছি: রেলমন্ত্রী

রাজনীতি

টিকিট ছাড়া রেলমন্ত্রীর আত্মীয়ের পরিচয় দিয়ে পাবনার ঈশ্বরদী থেকে ট্রেনে ভ্রমণ করা তিনকে জরিমানা করায়

বরখাস্ত করা হয়েছে টিটিই শফিকুল ইসলামকে। এরপরই সমালোচনার মুখে পড়েন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সমালোচনার মুখে ওই তিন আত্মীয়কে চেনেন না বলে জানান রেলমন্ত্রী। তবে শেষ পর্যন্ত জানা যায় ওই তিনজন রেলমন্ত্রী শ্বশুরালয়ের আত্মীয়।

এমন পরিস্থিতির মধ্যে আজ রোববার (৮ মে) রাজধানী রেলভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন রেলমন্ত্রী। সেখানে তিনি এমন অনাকাঙ্ক্ষীত ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন,

আমি ১১ থেকে ১২ বছর ধরে এমপি, আমার একটা ক্যারিয়ার আছে। আর ৯ মাস হলো নতুন বিয়ে করেছি, শ্বশুর বাড়ির আত্মীয় এমনকি আমার নতুন স্ত্রীও এখনও আমাকে বুঝে উঠতে পারে নাই আমি কি ধরনের মানুষ।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে একটা মানুষ ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হয়। আমি সবার সহযোগিতায় আজকে এ পর্যন্ত এসেছি। এ সময় তিনি যারা রেলের দায়িত্ব পালন করেন তাদেরকে যাত্রী সেবার প্রতি আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সেই সঙ্গে আচারণও পরিবর্তনের কথা বলেন। এ সময় তিনি বরখাস্ত করা সেই টিটিই শফিকুলের বরখাস্তের আদের্শ প্রত্যাহার করে নেন।

গত ৫ মে বৃহস্পতিবার বিনা টিকিটে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকাগামী আন্ত:নগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করেন মো. ইমরুল কায়েস (প্রান্ত) এবং হাসান ও ওমর নামের তিনজন। তারা মন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেন। তবে তাদের পরিচয় পাওয়া সত্ত্বেও জরিমানা করে টিটিই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *