নিউজ ডেষ্ক-ভিয়েতনাম বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি রফতানিকারক দেশ। চলতি বছরের প্রথম চার মাসে ভিয়েতনামের কফি রফতানিতে প্রবৃদ্ধি দেখার আশা করা হচ্ছে। সে হিসাবে গত মাসে ভিয়েতনামের কফি জাহাজীকরণের পরিমাণ দাঁড়াতে পারে ১ লাখ ৭০ হাজার টন। এ পরিমাণ রফতানীকৃত কফি থেকে দেশটির আয় দাঁড়াবে ৩৮ কোটি ৬০ লাখ ডলার।
এ সময়ে দেশটির কফি রফতানি ২৮ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ৭ লাখ ৫২ হাজার টন। ভিয়েতনামের কফি রফতানির আকার দাঁড়াবে ১ কোটি ২৫ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি)। এক বছর আগের তুলনায় এ প্রবৃদ্ধির দৃশ্য দেখা যাবে। সম্প্রতি ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস (জিএসও) এমনটা জানায়।
২০২২ সালের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) কফি রফতানি থেকে ভিয়েতনামের রাজস্ব আয়ে প্রবৃদ্ধি দাঁড়াতে ৫৯ দশমিক ৪ শতাংশ। এক বছর আগের তুলনায় উল্লিখিত সময়ে অর্জিত এ প্রবৃদ্ধির ফলে দেশটির কফি রফতানি থেকে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়াবে ১৬৮ কোটি ডলার। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানায় জিএসও।
এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে বিপরীতমুখী চিত্র দেখেছিল দেশটির কফি রফতানি খাত। এ সময় শ্লথ হয়ে পড়েছিল কফির বাণিজ্যিক কার্যক্রম। ওই সময় তলানিতে নামতে থাকা মজুদ, দুর্বল চাহিদা ও বিশ্ববাজারে পণ্যটির নিম্নমুখী দাম বাণিজ্যে নেতিবাচক প্রভাব তৈরি করে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির কফি রফতানি ১৯ দশমিক ৪ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়ে ৫ লাখ ৪১ হাজার টনে উন্নীত হতে পারে বলে জানিয়েছে দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস।
প্রথম প্রান্তিকে দেশটির কফি রফতানি আয় ৫০ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। এছাড়াও এ সময় চাল রফতানি বাড়তে পারে ২৪ শতাংশ। এতে রফতানি আয়ের পরিমাণ দাঁড়াবে ১২০ কোটি ডলার।
চলতি মাসেই দেশটির প্রাক্কলিত কফি রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার টনে। রফতানি থেকে আয় হয়েছে ৩৯ কোটি ৪০ লাখ ডলার।