শেখ হাসিনা থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান: অ্যাড. কামরুল

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে সংবিধানসম্মতভাবে দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা এবং এটা প্রত্যাখ্যানের কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পরিষদের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘সার্চকমিটির মাধ্যমে আমরা একটি সুন্দর নির্বাচন কমিশন পেয়েছি। যেই কমিশন আগামীতে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে। অথচ তারা গঠন পক্রিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে।’

‘অহেতুক আন্দোলনের হুংকার’ না দিয়ে বিএনপিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘গণ আন্দোলনের কথা না বলে নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করুন। আমরা একটি বিরোধী দল চাই।’

‘বিএনপি সকল গণতান্ত্রিক সুবিধা ভোগ করছে’ জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘আজ বিএনপি বড় বড় কথা বলে… আমরা তাদের কথা বলার স্পেস দিচ্ছি না। তারা যখন ক্ষমতায় ছিল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারা আওয়ামী লীগকে রাস্তাতেই দাঁড়াতে দেয়নি। আওয়ামী লীগ অফিসের ফুটপাতে আমরা দাঁড়াতে পারিনি, অবরুদ্ধ করে রেখেছিল। আজ তারা মিছিল করছে মিটিং করছে। আমাদের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা গণতান্ত্রিক সকল সুযোগ-সুবিধা তারা ভোগ করছে।’

আহসানুল্লাহ মাস্টারের স্মৃতিরচারণ করে অ্যাড. কামরুল ইসলাম বলেন, আহসানুল্লাহ মাস্টারকে আমি খুব কাছ থেকে দেখেছি। এরশাদের সময়ে, জিয়ার সময়ে তিনি রাজপথে থেকে আন্দোলন করেছেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি। শিক্ষক থেকে শ্রমিক নেতা হয়ে উঠেছিলেন। সর্বস্তরের মানুষের ভালোবাসা তিনি পেয়েছিলেন।’

যে অপশক্তি আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছিল, তারা এখনও বাংলাদেশটাকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট কামরুল। তিনি বলেন, ‘হত্যার ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের রাজনীতি শুরু হয়েছিল, আজও তারা স্বাধীনতাবিরোধী শক্তি হয়ে দেশটাকে গ্রাস করার অপচেষ্টা চালাচ্ছে।’

সাবেক এই খাদ্যমন্ত্রী বলেন, ‘আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৩ বছর ধরে দেশটা উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। এমন কোনও ক্ষেত্র নেই যেখানে বাংলাদেশের অগ্রগতি নাই। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বিশ্ববাসী বাংলাদেশকে শ্রদ্ধার চোখে দেখে। আমাদের নেত্রী শেখ হাসিনা বিশ্বের একজন নন্দিত নেত্রী।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সদস্যরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *