নিউজ ডেষ্ক- প্রতিবছরের মতো এবার রমজানের আগে ছোলার বাজারে সেই উত্তাপ নেই। আমদানি হয়েছে চাহিদার দ্বিগুণেরও বেশি। চট্টগ্রামের খাতুনগঞ্জের সব গুদামে রয়েছে পর্যাপ্ত ছোলার মজুত। পাইকারি এবং খুচরা বাজারে দরপতনের কারণে
বেচাবিক্রিতেও চলছে মন্দাভাব। দাম আরও কমার শঙ্কা ব্যবসায়ীদের।শুধুমাত্র রমজান মাসে দেশজুড়ে ছোলার চাহিদা প্রায় ৭০ হাজার টন। বিপরীতে গত জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসেই আমদানি হয়েছে ১ লাখ ৩০ হাজার টন ছোলা। চলতি মাসে
এসেছে আরও প্রায় ২৮ হাজার টন। সব মিলিয়ে রমজানকে সামনে রেখে ছোলার আমদানি ও মজুদ, চাহিদার দ্বিগুণের চেয়েও বেশি। যার প্রভাব পড়েছে খাতুনগঞ্জের পাইকারি বাজারে। মানভেদে পাইকারিতে ৬২ থেকে ৬৫ টাকা এবং খুচরায় ৬৫ থেকে ৭০ টাকায়।
দরপতনের কারণে বেচাবিক্রিতে মন্দা, তাই খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দেখা গেলো অলস সময় কাটাতে।চাহিদার চেয়ে বেশি আমদানি এবং পর্যাপ্ত সরবরাহের কারণকেই ছোলার দরপতনের জন্য দায়ী করছেন ছোলা ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে অন্যান্য বছর রোজার আগে ছোলার মূল্যবৃদ্ধি নিয়ে মাতামাতি হলেও এবার খুচরা বাজারের চিত্র পুরো ভিন্ন।প্রসঙ্গত, দেশে ছোলা বেশি আমদানি হয় অস্ট্রেলিয়া ও কানাডা থেকে, কিছু আসে মিয়ানমার থেকে।