নিউজ ডেষ্ক- আজ বৃহস্পতিবার ৩১ মার্চ অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস। কাতারের দোহায় অনুষ্ঠিতব্য এই কংগ্রেসে উঠে আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন।
আসন্ন ২০২২ বিশ্বকাপ কাপ ভেন্যুতে ৭২তম ফিফা কংগ্রেসের প্রথম অ্যাজেন্ডা দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করা। ২১১ জন প্রতিনিধির ভোটে নির্ধারণ হতে পারে এই সিদ্ধান্ত। দুবছর অন্তর বিশ্বকাপ হলে ওই সব দেশের ফুটবল ফেডারেশন আর্থিক ভাবে লাভবান হবে। কিন্তু ইউরোপের বিরোধিতায় তা হওয়ার সম্ভাবনা কম।
এদিন কাতারের দোহায় আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় নির্ধারণ হবে বিশ্বকাপের ড্র। অর্থাৎ গ্রুপ পর্বে কোন দল, কোন গ্রুপে, কে কাকে প্রতিপক্ষ পাচ্ছে। আগামী ২১ নভেম্বর শুরু হবে ফিফা বিশ্বকাপ। ২০২২ মহারণে অংশ নেবে ৩২ দেশ। যার মধ্যে ২৭টি দেশ চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।
এখন কাতারের টিকেট কাটার জন্য লড়ছে বাকি পাঁচ দল। ড্র সরাসরি সম্প্রচার করবে ফিফা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব ও সামাজিক মাধ্যমে। ড্র অনুষ্ঠান লাইভ করবে আমেরিকান স্প্যানিশ টিভি চ্যানেল টেলিমুন্ডোও।