অনলাইনে যারা ব্যবসা করেন, তাদের জন্য সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে সেলস ঠিক রাখা। এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বদৌলতে তৈরি হওয়া জায়গাগুলোয় সঠিক মার্কেটিং কৌশল জানতে হবে। না হলে ভালো টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন না অনেকেই।
এমন জায়গায় সঠিকভাবে সেবা দিতে তৈরি হয়েছে ব্যবসার নতুন ক্ষেত্র, সহজ ভাষায় বলা যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। এ সেক্টরে আসতে হলে কী কী দরকার, তা জানতেই আলাপ হলো একজন উদ্যোক্তার সঙ্গে। তার নাম আব্দুল্লাহ আল ইমরান। তার প্রতিষ্ঠানের নাম এআই ডিজিটাল এজেন্সি।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ইমরান বলেন, শিক্ষার্থীরা শুধু বাড়তি ইনকামের জন্যই নয়। চাইলে ক্যারিয়ার গড়তেও আসতে পারেন এ সেক্টরে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোম্পানি গড়তে দরকার ডিজিটাল বোঝা একঝাঁক টিমমেট।
অনেকেই মনে করেন, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে না পড়লে জীবনে উন্নতি করা সম্ভব নয়। এ কথাকে ভুল প্রমাণিত করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আব্দুল্লাহ আল ইমরান। জীবনযুদ্ধে তাকে সহযোগিতা করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আজিমুল ইসলাম শিবলু।
দু’জনের নিরন্তর প্রচেষ্টায় ক্রমশ এগিয়ে যাচ্ছেন। প্রথমে সামাজিক মাধ্যমের সোশ্যাল সাইবার নিরাপত্তা নিয়ে বিভিন্ন সংগঠনের কাজ করার মাধ্যমে তাদের পথচলা শুরু। নিজের দক্ষতাকে আয়ের মাধ্যম হিসেবে কাজে লাগাতে ফ্রিল্যান্সিংয়ের দিকে পা বাড়ান। ২০১৯ সালের ইমরানের দিকে পথ চলা শুরু হলেও ২০২০ সালে এসে তাদের মনে নিজেকে নিয়ে স্বপ্ন দেখার চিন্তা আসে। ২০২১ সালের মার্চে শুরু করেন তাদের কাজ।
শুরুতে হোঁচট খেলেও থেমে যায়নি ইমরান ও শিবলুর এআই ডেজিটাল এজেন্সি। তারা উদ্যোক্তা ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোয় দিচ্ছেন গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন ভিডিও, কন্টেন্ট মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মনিটরিংসহ নানা ডিজিটাল সাপোর্ট।
আশার কথা হচ্ছে, তাদের কার্যক্রম বাংলাদেশের সীমানা পেরিয়ে এখন ভারত ও শ্রীলঙ্কার কিছু প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। সম্প্রতি সেসব প্রতিষ্ঠানে সেবা দিয়েছেন তারা।
কাজের ক্ষেত্র নিয়ে ইমরান বলেন, সোশ্যাল মিডিয়ায় সাইবার নিরাপত্তা নিয়ে কিছু পরিকল্পনা আছে। কেননা প্রতিনিয়ত মানুষ এ সমস্যার সম্মুখীন হচ্ছে। ধীরে ধীরে কিছু সার্ভিস যুক্ত করে কর্মসংস্থান বাড়াবো। কাস্টমার ডিমান্ড অনুযায়ী সার্ভিস চার্জ কমিয়ে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা ও সর্বোচ্চ সুবিধা দিচ্ছি আমরা।
নতুন উদ্যোক্তাদের উদ্দেশে আব্দুল্লাহ আল ইমরান বলেন, আসলে একজন ব্যবসায়ী সবচেয়ে খুশি হন তার সেলস ঠিকঠাক মতো হলে। এর জন্য দরকার সঠিক ডিজিটাল পরিকল্পনা। যা মাসিক এবং বাৎসরিক টার্গেট অর্জনে সহায়তা করবে। আমরা এজেন্সির মাধ্যমে অনেক প্রতিষ্ঠানকে সঠিক ডিজিটাল সেবা দিতে চাই। হতে চাই বড় উদ্যোক্তাদের একজন।