নিউজ ডেষ্ক- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর সিএনএনের। সোমবার (২১ মার্চ) ওয়াশিংটনের হলোকাস্ট মিউজিয়ামে দেয়া এক ভাষণে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো ওয়াশিংটন। বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৭ সালে রাখাইনে নির্যাতন, নির্বিচারে হত্যা,
গণধর্ষণের মতো অপরাধ করেছে মিয়ানমার সেনাবাহিনী। জ্বালিয়ে দেয়া হয়েছে গ্রামের পর গ্রাম। সেই সময় এক মাসেই হত্যা করা হয় ৬ হাজারের বেশি মানুষকে। দমন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে ৭ লাখের মতো মানুষ। এ নিয়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ২০১৭ সালে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর চালানো, ধর্ষণ, নির্যাতন এবং হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ আমাদের হাতে এসেছে। ফলে আজ আনুষ্ঠানিকভাবে এর স্বীকৃতি দেয়া হলো। সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও নজর রাখছি।