রাশিয়ার হামলা নিয়ে যে বিষয়টি অস্বীকার করল চীনের কর্মকর্তারা

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- শীতকালীন অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ইউক্রেনে হামলা করার আগে রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের এমন কথা বলেছিলেন চীনের কর্মকর্তারা- বুধবার এ দাবি করেন পশ্চিমা গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্যে এমন খবর প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।

তবে বৃহস্পতিবার চীন এমন দাবি সরাসরি প্রত্যাখান করে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এটি পুরোপুরি মিথ্যা তথ্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আসল সমস্যা থেকে নজর সরিয়ে নেওয়া ও অন্যর ওপর দোষ চাপানোর চেষ্টা করছে পশ্চিমারা।

নিউইয়র্ক টাইমসের রিপোর্টের প্রতিবাদ জানিয়ে চীন দাবি করেছে, ইউক্রেনের চলমান সমস্যার জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তারা পূর্ব ইউরোপে তাদের পরিধি বাড়িয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আমরা আশা করি যারা এই সমস্যার জন্য দায়ী তারা এ বিষয়টির উপর নজর দেবে। অন্যদের দোষারোপ করার বদলে দায়িত্ব নিয়ে নিজেদের কাজ করবে এবং এই পরিস্থিতি নিরসনে শক্তিশালী অবস্থান নেবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *