নিউজ ডেষ্ক- নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এ কমিশন নিয়ে আমাদের কোনো আগ্ৰহ ছিল না। এখনো নেই। নতুন ইসিতে যাদের নাম দেখলাম এটা আরেকটি হুদা কমিশন হয়েছে। এদের প্রত্যেকেই শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী।
শনিবার বিকালে নতুন ইসি নিয়োগের প্রজ্ঞাপনের পর সন্ধ্যার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এর আগে বিকালে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বাধীন ইসির নতুন ৪ কমিশনার হলেন- বেগম রাশিদা সুলতানা (জেলা ও দায়রা জজ, অবসরপ্রাপ্ত), আহসান হাবীব খান (ব্রিগেডিয়ার জেনারেল, অবসরপ্রাপ্ত), মো. আলমগীর (সিনিয়র সচিব, অবসরপ্রাপ্ত) ও আনিছুর রহমান (সিনিয়র সচিব, অবসরপ্রাপ্ত)।
ইসি নিয়ে টুকু আরও বলেন, আমাদের কথা স্পষ্ট- শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না। তার করা কোনো কমিশনের অধীনেও না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, তাদের করা নিরপেক্ষ ইসি ও প্রসাশন হলেই আমরা নির্বাচনে যাব।