ছাত্রদলের আনন্দ মিছিলে হামলা, আহত ১২

রাজনীতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে পদবঞ্চিতদের হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক নয়ন সরকার, কামরুল হাসান, সদস্য ইসহাক, জোবায়ের মোল্লা, দাউদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আসাদ ফকির, ছাত্রদল নেতা পাবেল মোল্লা, মেহেদী। বাকিদের নাম জানা যায়নি।

আহতদের মধ্যে নয়ন সরকার ও আসাদ ফকিরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার শিকার ছাত্রদলের নেতারা জানান, নবগঠিত কমিটির আহ্বায়ক নাহিদ হাসান ও মাসুম বিল্লাহর নির্দেশে দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। তাদের প্রতিহত করতে পদবঞ্চিত ছাত্রদল নেতা সুলতান মাহমুদ ও মাসুদুর রহমানের নেতৃত্বে একদল নেতাকর্মী মিছিলে হামলা চালায়।

আহত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন সরকার বলেন, পদবঞ্চিতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে আমাদের ওপর। এতে আমাদের অন্তত ১২ জন আহত হয়েছে। আমি নিজে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

পদবঞ্চিত ছাত্রদল নেতা ও রূপগঞ্জ থানা ছাত্রদলের স্থগিত কমিটির আহ্বায়ক সুলতান মাহমুদ বলেন, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব টাকা খেয়ে কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়েছেন। প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চাওয়া, ডাকাত ও নিষ্ক্রিয় নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করেছেন। এ কমিটি মানি না। তাদের আমরা উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছি।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন, হামলার বিষয়ে এখনো আমি কিছু জানি না। আমাকে কেউ কিছু জানায়নি। টাকা খেয়ে কমিটি দেওয়ার বিষয়ে তিনি বলেন, তারা পদ না পেয়ে ক্ষোভে এমনটা বলছেন। যোগ্যতা না থাকায় কেন্দ্র থেকেই তাদের কমিটি বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *