চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে হুমকি পেয়েছেন জানিয়ে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আজ মঙ্গলবার বিকেল ৫টায় এফডিসিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নায়িকা।
তিনি জানান, গতকাল সোমবার সকালে অজ্ঞাত কয়েকজন বনানী সুপারমার্কেটে তাকে হুমকি দেন। তাই নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন।
সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘গতকাল সকাল ৮টায় আমি বাসা থেকে বের হয়ে ফুল কিনতে বনানী সুপার মার্কেটে যাই। গাড়ি থেকে নামার সময় কয়েকজন এগিয়ে আসেন। আমি তাদের ভিক্ষুক ভেবেছিলাম। পরে তারা কাছে এসে মামলাটা তুলে নিতে বলেন। নইলে বিষয়টি ভালো হবে না বলে হুমকি দেন। আমার মনে হয়, মামলা বলতে (সাধারণ সম্পাদক পদ) চলমান আদালতের যে আপিল সেটার কথা বলেছেন।’
নিপুণ দাবি করেন, তিনি এখনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক। আদালত তার পক্ষে রায় দিয়েছেন।
সংবাদ সম্মেলনে নিপুণের পাশে ছিলেন নির্বাচনী আপিল বোর্ডের প্রধান ও নির্মাতা সোহানুর রহমান সোহান, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকেই।