নিউজ ডেস্ক: ভারতের প্রত্যন্ত হিমালয় এলাকায় নিখোঁজ এক বিমানের সন্ধান পাওয়া গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (৭৭ বছর আগে) বিমানটি বিধ্বস্ত হয়ে সব আরোহী মারা গিয়েছিলেন।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, একটি অনুসন্ধানী দল সেই বিধ্বস্ত বিমানটি খুঁজে পেয়েছেন। তবে বিমানটি খোঁজার অভিযানে অংশ নেয়া ৩ গাইডও প্রাণ হারান।
১৯৪৫ সালের প্রথম সপ্তাহে সি-৪৬ পরিবহন বিমানটি দক্ষিণ চীনের কুনমিং থেকে ১৩ যাত্রী নিয়ে আকাশপথে ভারতের অরুণাচল রাজ্যের পার্বত্য এলাকায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়।
যুক্তরাষ্ট্রের অভিযাত্রী ক্লেটন কুহলেস এই অনুসন্ধান মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, পরে এই বিমানটি নিখোঁজ হওয়া নিয়ে আর কোনো কথা শোনা যায়নি। সেটি যেন হঠাৎ করেই গায়েব হয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির হতভাগ্য এক যাত্রীর সন্তানের অনুরোধের পর দলবল নিয়ে অনুসন্ধানে নামেন ক্লেটন কুহলেস। স্থানীয় লিসু নৃগোষ্ঠীর একদল গাইড নিয়ে বরফশীতল নদীর হাঁটু ও গলা সমান পানি পেরিয়ে পর্বতের উচ্চতায় হিমায়িত তাপমাত্রায় তাদের ক্যাম্প করতে হয়েছিল।
এমনকি গত সেপ্টেম্বরে তুষার ঝড়ের সময় প্রাথমিক পর্যায়ে প্রকল্পের তিন গাইড হাইপোথার্মিয়ায় মারা যায়। দলটি শেষ পর্যন্ত গত মাসে একটি তুষার ঢাকা পর্বত চূড়ায় পৌঁছায়। যেখানে বিমানটি ধাক্কা খেয়েছিল, সেখানে বিমানের ধ্বংসাবশেষ দেখে হারিয়ে যাওয়া বিমানটি শনাক্ত করেন।
তবে ওই ধ্বংসাবশেষের মধ্যে মানুষের কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। বিল শেরার নামে এক মার্কিনী ক্লেটনকে এই অনুসন্ধানের দায়িত্ব দেন। কেননা তার অফিসার বাবা ওই বিমানের যাত্রী ছিলেন। বিমানটি খুঁজে পাওয়ার পর তিনি বলেন, আমি শুধু বলতে পারি যে আমি আনন্দিত। শুধু জেনেছি তিনি কোথায় হারিয়েছেন।