দেশে লকডাউনের বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়

নিউজ ডেষ্ক- বর্তমানে দেশে লকডাউন দেওয়ার চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি বলেন, “দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও গণপরিবহনগুলোতে ভিড় কমানোর চেষ্টা করা হচ্ছে।”

আজ (রোববার) দুপুরে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণের কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ প্রদানের উদ্বোধনকালের সময় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, “বিদেশ যাওয়া আসার বিষয়ে আমরা প্রবাসীদের নিরুৎসাহিত করছি। বিশেষ করে দেশের মানুষকে বাঁচাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভালো খবর হচ্ছে ওমিক্রনের আক্রান্তদের মৃত্যুহার অনেক কমের দিকে রয়েছে। অনেক মানুষ বেশি সাবধান থাকতে চায়, তাই তারা দেশে লকডাউন চাচ্ছেন। কোভিড-১৯ মহামারি আমাদের বুঝিয়ে দিয়েছে এটিকে একক দেশ হিসেবে আমরা একা সামলাতে পারব না। এ চ্যালেঞ্জ আমাদের একে অন্যের সহযোগিতা নিয়ে মোকাবিলা করতে হবে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি খুব খুশি-আমরা বিশেষভাবে বাংলাদেশে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের বুস্টার ডোজ টিকা কার্যক্রম ইতিমধ্যে চালু করতে পেরে। দেশে আমরা সাড়ে সাত কোটি মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি। প্রথম দিকে টিকা পেতে বাংলাদেশের অসুবিধা হলে অনেক দেশই এগিয়ে এসে টিকা দান করে। এখন আমি বলতে পারি আমাদের হাতে সাড়ে তিন কোটি টিকা রয়েছে বা আমরা পেতে যাচ্ছি। দেশের সকলকেই দ্রুত টিকার আওতায় আনা হবে।”

তিনি বলেন, “কোভিড-১৯ মোকাবিলায় আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তবে দেশে ওমিক্রন এসে গেছে। আমি জানি না এটা আসলে কি! ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি তিনি আমাকে বলেছেন, একদিনেই ভারতে লাখের ওপর ওমিক্রনে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে একদিনে ১০ লাখ লোক আক্রান্তের খবর তাদের মিডিয়ায় প্রচার করেছে। যা হোক আমরা আপাতত ভালো আছি। আমাদের নিজেদের রক্ষা করতে হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *