নিউজ ডেষ্ক- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে প্রকাশ্যে দেশদ্রোহী ও ফিক্সার বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
ক্রিকেট বোর্ডে কর্মরত এই কর্তার মেজাজ হারিয়ে দেওয়া এমন মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন আশরাফুল। নান্নুর এমন বক্তব্যকে ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, “এ বিষয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ”
সম্প্রতি একটি টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নান্নু আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার বলে আখ্যা দেন। এ নিয়ে অভিমান প্রকাশ করে ফেসবুক লাইভে নান্নুর বিরুদ্ধে অভিযোগ আনেন আশরাফুল।
সোমবার এ বিষয়ে পরিচালক জালাল ইউনুস বলেন, “যেহেতু আশরাফুল বর্তমান ক্রিকেটার আর সাবেক একজন অধিনায়ক, আমি মনে করি সরাসরি এভাবে আক্রমণ করা মোটেও ঠিক হয়নি। আমি শুনেছি এটা। এটা নিয়ে আমাদের মাঝে আলাপ-আলোচনা হয়েছে। আমরা এটা নিয়েও বোর্ড সভাপতির সঙ্গে বিস্তারিত আলাপ করব।
জালাল ইউনুস আরও বলেন, “কোন ক্রিকেটারের ব্যাপারেই এভাবে আক্রমণ করা ঠিক না। আপনি বর্তমানে একটা পদে আছেন বোর্ডে। ওই জায়গা থেকে এমন মন্তব্য করা কোনভাবেই ঠীক না। যেহেতু নির্বাচক কমিটি ক্রিকেট অপারেশন্সের অধীনে, আমি এটা নিয়ে আজকেও তাদের সাথে কথা বলেছি। দেখা যাক। আমি এটা বোর্ড সভাপতির সাথে আলাপ-আলোচনা করব।”
সম্প্রতি আশরাফুল লাইভে দাবি করেন, নান্নুর কারণেই তিনি জাতীয় দলে ফিরতে পারছেন না, এমনকি ঘরোয়া লিগে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এমন এক প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, “আমার মনে হয় না এমন কিছু হবে। আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কেউ ভিকটিম হবে। যারা আসবে পারফরম্যান্স করেই আসবে।”