আ.লীগ সমর্থকের কবজি কেটেছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা

বাংলাদেশ

নিউজ ডেষ্ক– পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিপ্লব ব্যাপারী (৪০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করে কবজির অনেকাংশ কাটার অভিযোগ পাওয়া যায়। গতকাল (বুধবার) রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের আলগী বাজারে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত হওয়া বিপ্লবকে রাতেই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের লোকজন বিপ্লবকে কুপিয়ে জখম করে বাঁ হাতের কবজির অনেকাংশ কেটে দেন। তার মাথা, পিঠ ও দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়।

ইউপি নির্বাচনে বিপ্লব ধানীসাফা আ.লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদের সমর্থন করেন। তিনি উপজেলার সাফা গ্রামের নূর উদ্দিন ব্যাপারীর ছেলে এবং ধানীসাফা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। বিপ্লবের বড় ভাই বাচ্চু ব্যাপারী ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ বলেন, বুধবার রাতে বিপ্লব ব্যাপারী ধানীসাফা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের পোস্টার নিয়ে আলগী বাজারে দলীয় কার্যালয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের সমর্থক আলগী গ্রামের ফরিদ আকনের নেতৃত্বে একদল লোক বিপ্লব ব্যাপারীর ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ধানীসাফা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ অভিযোগ করেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের লোকজন তার সমর্থক বিপ্লবকে কুপিয়ে জখম করেছেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয় নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।

উল্লেখ্য, ড়আগামী ৫ জানুয়ারি মঠবাড়িয়া উপজেলার ধানীসাফাসহ চারটি ইউপিতে ভোট হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *