নিউজ ডেস্ক: দুর্নীতির অভিযোগ এবং তদন্ত চলাকালীন পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। স্থানীয় সময় শনিবার ( ৯ অক্টোবর) পদত্যাগ করেন তিনি। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন এই নেতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ পদত্যাগের সময় নিজের স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার শেলেনবার্গের নাম প্রস্তাব করে গেছেন।
গত বুধবার অস্ট্রিয়ার ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড করাপশনবিষয়ক প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে বলা হয়েছে, সেবাস্তিয়ান কুর্জসহ ১০ জন এবং ৩টি সংস্থার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, দুর্নীতি ও ঘুসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তদন্ত করা হয়েছে।
জানা যায়, দল এবং নিজের পক্ষে ইতিবাচক প্রচারণার লক্ষ্যে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যকার সময়ে একটি ট্যাবলয়েড পত্রিকাকে সরকারি কোষাগার থেকে তহবিল সরবরাহের অভিযোগ তোলা হয়েছে চ্যান্সেলর এবং আরও নয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় সেবাস্তিয়ানসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।
২০১৭ সালে ওভিপির প্রধান হিসেবে যোগ দিয়ে সে বছরের শেষের দিকে জাতীয় নির্বাচনে জয় পান সেবাস্তিয়ান কুর্জ।