নিউজ ডেষ্ক– নিজ বাড়িতেই মারধর ও ডাকাতির শিকার হয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ফুটবলার নিকোলাস ওটামেন্ডি। স্থানীয় সময় সোমবার ভোরে তার পর্তুগালের বাড়িতে অনাকাঙ্খিত এই ঘটনাটি ঘটে। তবে ওটামেন্ডি ও তার পরিবারের সদস্যরা এখন সুস্থ ও নিরাপদ আছেন বলে জানা যায়।
বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকায় হয়ে খেলছেন ওটামেন্ডি। পর্তুগালের রাজধানী শহর লিসবনের দক্ষিণ পাশে একটি বাড়িতে নিজ পরিবার নিয়ে বসবাস করে আসছেন ৩৩ বছর বয়সী এ তারকা ডিফেন্ডার। অর সে বাড়িতেই ডাকাতির শিকার হলেন তিনি।
স্থানীয় সময় রোববার রাতে ফামালিকাওয়ের সঙ্গে মাঠের লড়াইয়ে নামে বেনফিকার। আর সে ম্যাচে ৪-১ গোলের বড় জয়ের তৃপ্তি নিয়েই বাড়ি ফিরেছিলেন ওটামেন্ডি। কিন্তু বাড়িতে ঢোকা মোটেও সুখকর ছিল না এই আর্জেন্টাইনের জন্যে।
পর্তুগিজ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে ঢোকার সময় চারজন দুর্বৃত্ত ওটামেন্ডিকে মারধর করেন এসময় তার গলায় বেল্ট বেঁধে দেন। পরে তারা জোর করে ঘরের দরজা খোলায়। ওটামেন্ডির স্ত্রী-সন্তানরা ভয়ে ঘরের ভিতরেই বসে ছিলেন।
এরপর ঘর থেকে নগদ অর্থ ও কয়েকটি ঘড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওটামেন্ডির ক্লাব বেনফিকাও বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে পর্তুগিজ জুডিশিয়ারি পুলিশ।
বেনফিকার হয়ে দ্বিতীয় মৌসুমে মাঠ মাতাচ্ছেন ওটামেন্ডি। ২০২০ সালের গ্রীষ্মের দলবদলে বেনফিকায় নাম লেখানোর পর এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৫৫ ম্যাচ খেলার সুযোগ পান তিনি।
এর আগে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে খেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। যেখানে পাঁচ মৌসুমে ২১০টি ম্যাচ খেলার সুযোগ হয় তার, দুইটি প্রিমিয়ার লিগসহ জেতেন নয়টি শিরোপা। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৮৭ ম্যাচ খেলেছেন তিনি।