নিউজ ডেষ্ক- পশ্চিমারা ইরানি নারীদের অভিভাবক নয়। তাই অভিভাবকের মতো তাদের নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এ মন্তব্য করেছেন, জাতিসংঘে ইরানের নিযুক্ত প্রতিনিধি জাহরা এরশাদি। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিরাপত্তা পরিষদের নারী, শান্তি এবং নিরাপত্তা বিষয়ক সভায় এ বক্তব্য দেন তিনি। দেশটিতে চলমান আন্দোলনে উস্কানি না দেয়ার আহ্বান জানান এ কূটনীতিক। একই সাথে মাহশা আমিনির মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও প্রত্যাশা তার।
জাহরা এরশাদি বলেন, ইরানের নারীরা শিক্ষিত, বুদ্ধিমতি, দেশপ্রমিক এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন। সরকারের সাথে শান্তিপূর্ণ এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে কীভাবে অধিকার আদায় করতে হয় তা তারা জানেন। তাই পশ্চিমাদের উদ্দেশে বলতে চাই, ইরানি নারীদের অভিভাবক ও রক্ষাকর্তাদের মতো আচরণ করা বা তাদের হয়ে কথা বলার প্রয়োজন নেই আপনাদের।
ইরানে পুলিশি হেফাজতে মাহশা আমিনি মৃত্যুর জেরে তীব্র আন্দোলন ছড়ায় গোটা দেশজুড়ে। অভিযোগ, মাথা আবৃত না করায় পুলিশের নির্যাতনে প্রাণ হারান তিনি। এরপরই পোশাকের স্বাধীনতার দাবিতে ফুঁসে ওঠে দেশটির নারীরা। মাসব্যাপী বিক্ষোভে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুই শতাধিক। নারী স্বাধীনতার এ আন্দোলনে সংহতি জানিয়েছে পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ।