নিউজ ডেষ্ক- এবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরীমকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল দুহাইলান। গতকাল বুধবার ২৮ সেপ্টেম্বর ঢাকার সৌদি দূতাবাসে হাফেজ সালেহ আহমেদ তাকরীম ও তার শিক্ষককে দূতাবাসে স্বাগত জানান রাষ্ট্রদূত।
তাছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের আলেম ও হাফেজদের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন সামনের দিনে আরও বেশি সংখ্যক বাংলাদেশি হাফেজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেবে।
এদিকে সৌদি আরবে গত ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়াদের নাম ঘোষণা করা হয়। সেখানে বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরীমকে তৃতীয় ঘোষণা করা হয়। সালেহর হাতে ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সৌদির বাদশাহ আবদুল আজিজের নামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের বড় ও মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। পবিত্র মক্কায় এবার ৪২তম প্রতিযোগিতা ছিল। এতে বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন কোরআনের হাফেজ অংশ নেয়।