হিলিতে কাঁচামরিচ নেমেছে ১২০ টাকায়!

বাণিজ্য breaking subled

নিউজ ডেষ্ক- ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় ১ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে কাঁচা মরিচের দাম। পাইকারিতে কেজি প্রতি কমেছে ২০ টাকা। কাঁচা মরিচের দাম কমতে শুরু করায় কিছুটা স্বস্তিতে সাধারণ ক্রেতারা।

হিলি ঘুরে দেখা যায়, ১ দিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ টাকা দরে বিক্রি হয়। বর্তমানে দাম কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, বাজারে সররবাহ স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি পাওয়ার পর থেকে বন্দর দিয়ে ভারতের কাঁচা মরিচ আসছে। তবে দেশের বাজারে বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ায় আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছিল আমদানিকারকরা। এতে গত বৃহস্পতিবার বন্দর দিয়ে একদিনেই ২৪টি ট্রাকে ৯৬ টন কাঁচা মরিচ আমদানি হয়। ওই দিন বন্দর থেকে পাইকাররা কাঁচা মরিচ কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন মোকামে পাঠিয়েছেন।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সাত ট্রাকে ১৮ হাজার ৯৫০ কেজি কাঁচা মরিচ এসেছে। আজও আমদানি অব্যাহত রয়েছে। আশা করছি সামনে কাঁচা মরিচের দাম আরও কমবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *