নিউজ ডেষ্ক– পিরোজপুরের নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে ।
ইউপি নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা নিয়ে থানার ওসি মো. আশ্রাফুজ্জামান ও সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হাসান ডালিমের মধ্যে ওই ফোনালাপে কথোপকথন হয়। ৩ মিনিট ২৮ সেকেন্ডের ওই অডিওতে থানার ওসি ছাত্রলীগ নেতাকে ইউপি নির্বাচনে কোন ধরনের ঝামেলা না করতে নিষেধ করেন। এ সময় তিনি ওই ছাত্রলীগ নেতাকে নির্বাচনী এলাকার বাইরে না যেতে ও কোথাও ঝামেলা করলে দেখিয়ে দেওয়ার হুমকি দেন। আর কথার একপর্যায় ওসি ও ছাত্রলীগ নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এ সময় ওসি বলেন, “তুমি বিভিন্ন স্থানে গিয়ে গ্যাঞ্জাম করো, তুমি ওই ইউনিয়নের (দীর্ঘা) লোক না”। একপর্যায়ে তাকে তুই করে সম্বোধন করে বলা হয় “তুই প্রত্যেকবার ঝামেলা করস”। যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বলে ওসি দাবি করেন।
এ সময় তাকে (ডালিম) জিজ্ঞাসা করা হয়- তিনি দলের কোনো পদের কোন দায়িত্বে আছেন কিনা? ডালিম জানান- তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তবে নৌকার পক্ষে প্রচারণায় তিনি সেখানে (দীর্ঘা) গিয়েছেন।
আর এ বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হাসান ডালিম বলেন, তিনি তখন নির্বাচনী প্রচারণায় গেলে ওসি তাকে ওই হুমকি প্রদান করেন।
তবে ওসি বলেন, “তার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করেন। এছাড়া প্রথম ধাপের নির্বাচনে তিনি উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া কেন্দ্রে ঝামেলা সৃষ্টি করেন। তাই সুষ্ঠু নির্বাচন করতে তাকে তার নিজ ইউনিয়ন ছাড়া অন্য কোথাও যেন না যায় সে ব্যাপারে নিষেধ করা হয়েছে। কোনো হুমকি দেওয়া হয়নি।”
এ ব্যাপার জানতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ মোবাইল ফোনে বলেন, “এ বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।”