নিউজ ডেষ্ক- পাম অয়েলের চাহিদা মেটাতে ভারতকে সর্বোচ্চ সহায়তার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। মূলত শীর্ষ সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়া থেকে আমদানি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় মালয়েশিয়া শূন্যস্থান পূরণের আগ্রহ প্রকাশ করেছে।
তেল সংকটে ভারতকে সর্বোচ্চ সহায়তা দেবে মালয়েশিয়া এমনই খবর প্রকাশ করেছে রয়টার্স।
ভারতীয় উদ্ভিজ্জ তেল উৎপাদক অ্যাসোসিয়েশনের উদ্ধৃতি দিয়ে মালয়েশিয়ার পণ্যবাজার বিষয়কমন্ত্রী জুরাইদা কামারুদ্দিন বলেন, ছয় মাসের মধ্যে ভারতে প্রতি মাসেই প্রায় আট লাখ টন পাম অয়েলের চাহিদা তৈরি হবে। প্রথমার্ধের তুলনায় চাহিদা বাড়বে ২০ শতাংশ। এ চাহিদা পূরণ মালয়েশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
জুরাইদা কামারুদ্দিন আরো বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি নীতিমালা বাজারে তীব্র অনিশ্চয়তা তৈরি করেছে। বিপাকে পড়েছে ভারতের মতো শীর্ষ আমদানিকারক দেশগুলো।
এ পরিস্থিতিতে মালয়েশিয়ার পণ্যবাজারবিষয়ক মন্ত্রণালয় দেশটির পাম অয়েলকে আমদানিকারক দেশগুলোর জন্য আরো বেশি জনপ্রিয় করে তুলতে চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে ভারতসহ প্রধান প্রধান বাজারের পাশাপাশি অপ্রথাগত বাজারগুলোকেও প্রাধান্য দেয়া হচ্ছে।
ভারতীয় উদ্ভিজ্জ তেল উৎপাদক অ্যাসোসিয়েশনের প্রাক্কলন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয়ার্ধে মালয়েশিয়া থেকে ভারতের পাম অয়েল আমদানি স্থিতিশীল থাকবে। মোট আমদানির ৫৫ শতাংশই আসবে মালয়েশিয়া থেকে।